১৬ অক্টোবার ঢাকাস্থ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় কমপিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা২০১০। এতে অংশগ্রহণ করে ৩০টি বিশ্ববিদ্যালয়ের উদীয়মান তরুণ এবং সম্ভাবনাময় কমপিউটার প্রোগ্রামাররা।
আয়োজক সূত্র জানিয়েছে, এ প্রতিযোগিতায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের মোট ৮০টি দল অংশগ্রহণ করে। পাঁচ ঘণ্টার এ প্রতিযোগিতায় প্রতিটি দলকে ১০টি তাৎক্ষণিক সমস্যার সমাধান করতে হয়। এ প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কমপিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ।
এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেড। আগ্রহীরা প্রোগ্রামাররা www.daffodilvarsity.edu.bd/ncpc2010 এ সাইটে আরও বিস্তারিত তথ্য পাবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০
এসএইচ