ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শ্রীলঙ্কায় ‘বেস্ট পারফরম্যান্স আওয়ার্ড’ পেল গ্লোবাল ব্র্যান্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০
শ্রীলঙ্কায় ‘বেস্ট পারফরম্যান্স আওয়ার্ড’ পেল গ্লোবাল ব্র্যান্ড

শ্রীলংকায় এলজি ইলেকট্রনিক্সের ২০১০ সালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এ সম্মেলনে বিশেষ অবদানের জন্য বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সম্মেলনে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার। অনুষ্ঠানে ২০১০ সালে এলজি মনিটর বিক্রয়ে সর্বোচ্চ বিক্রেতা হিসেবে রফিকুল আনোয়ারকে ‘বেস্ট পারফরম্যান্স’ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

রফিকুল আনোয়ার এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমবি শীনের হাত থেকে এই সম্মাননা গ্রহন করেন। অনুষ্ঠানে এলজি ইলেকট্রনিক্সের নতুন সব পণ্যের উপর প্রদর্শনীর আয়োজন করা হয়। আসছে ২০১১ সালে বাংলাদেশের তথ্যপ্রযুক্তিপ্রেমীরা এসব পণ্য উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৩৯, অক্টোবর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।