বিশ্বজুড়ে অনলাইন আউটসোর্সিং একটি জনপ্রিয় মাধ্যম। অনলাইন আউটসোর্সিংয়ের মাধ্যমে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ অনেক দেশ প্রচুর পরিমাণ আয় করছে এবং বেকার সমস্যা সমাধানের প্রধান মাধ্যম হয়ে উঠেছে এটি।
বাংলাদেশও এ অঙ্গনে খুব একটা পিছিয়ে নেই। অনেকে অনলাইন আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই আয় করছেন। বাংলাদেশের বৃহত্তর বেকার জনগোষ্ঠিকে প্রশিণের মাধ্যমে দ ফ্রি ল্যান্সার হিসেবে তৈরি করে বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মীমইয়াহ আইটি।
বর্তমানে দেশজুড়ে এ প্রশিণ কার্যক্রম চলছে। মাসব্যাপী প্রশিক্ষণে আছে বিডিং, ননবিডিং, এফিলিয়েট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডসেন্স, ডাটা এন্ট্রি, ডাটা কনভার্সন, ডাটা প্রসেসিং, গ্রাফিক্স ডিজাইন, এসইও, লিঙ্ক বিন্ডিং, সোশ্যাল নেটওয়াকিং, ব্লগিং, ফোরাম পোস্টিং, আর্টিকল রাইটিং, আর্টিকল পোস্টিং, পেইড টু কিক, পেইড পার কিক, ওডেস্ক, ফ্রিল্যান্সার, পেমেন্ট প্রসেসিং, পেমেন্ট গেটওয়ে, মাস্টারকার্ড ম্যানেজমেন্টসহ আরও অনেক বিষয়ে বাস্তবিক প্রশিণ দেওয়া হয়।
প্রতিটি জেলা ও উপজেলায় এ প্রতিষ্ঠানের শাখা অফিস প্রতিষ্ঠা করা হবে। এজন্য কমপিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আগ্রহীদের খুঁজছে মিমইয়াহ আইটি।
অনুসন্ধানে : মীমইয়াহ আইটি, বাড়ি-৩৮১ (৩য় তলা), রোড-২৮, নিউ ডিওএইচএস মহাখালী, ঢাকা। আগ্রহীরা www.mimyahit.com এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন।
বাংলাদেশ সময় ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০