ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্য কমিশনের ওয়েবসাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০
তথ্য কমিশনের ওয়েবসাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯ অক্টোবর চালু হলো তথ্য কমিশনের নিজস্ব ওয়েবসাইট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এ ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমিরসহ কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। আগ্রহীরা www.infocom.gov.bd এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন।

তথ্যসূত্র আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় এ ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এ সাইটে তথ্য কমিশনের অন্তর্ভুক্ত মৌলিক তথ্যগুলো পাওয়া যাবে।

এ সাইটের শুরুতেই তথ্য অধিকার আইন, ২০০৯ এর ৩ নং ধারাটি তুলে ধরা হয়েছে। আর বা’দিকের ১০টি বিশেষ ট্যাবের মাধ্যমে তথ্য কমিশনের নির্বাচিত কাজগুলো সাইটে যুক্ত করা হয়েছে।

এ সাইটে আরও থাকছে কমিশনের সাম্প্রতিক সংবাদ, ফটো গ্যালারি এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সরাসরি ওয়েবলিঙ্ক।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।