এ বছরের শেষভাগেই বিশ্বব্যাপী ১ কোটি ৯৫ লাখ ট্যাবলেট কমপিউটার বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। গবেষণাভিত্তিক গার্টনার সূত্র এ তথ্য জানিয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের সূত্র মতে, ক্রমেই ট্যাবলেট পিসির অবস্থান বিশ্ববাজারে আরও সুদৃঢ় হবে। ফলে ২০১১ সালের মধ্যে ৫ কোটি ৪০ লাখ এবং ২০১৪ সালের মধ্যে ২০ কোটি ৮০ লাখ বিক্রি ট্যাবলেট পিসি বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
গার্টনার বিশেষজ্ঞ কেরোলিনা মিলানেসির ভাষ্যমতে, ভবিষ্যতের মিডিয়া প্লেয়ার হিসেবে ট্যাবলেট কমপিউটার সব ধরনের বৈশিষ্ট্যেই ধারন করে। ফলে একক সব মিডিয়া পণ যেমন ই-রিডার, গেমিং ডিভাইস এবং মিডিয়া প্লেয়ারের প্রয়োজন ট্যাবলেট কমপিউটার একাই সম্পন্ন করতে সক্ষম।
তবে স্বল্পমূল্যের আসন্ন ট্যাবলেট কমপিউটারের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ মিনি নোটবুক। আগামী বছর দুয়ের মধ্যে ট্যাবলেট কমপিউটারগুলোর গড় মূল্য ৩০০ ডলারের নীচে নেমে আসবে। এর কিছুটা প্রভাব স্মার্টফোনের ওপর পড়লেও তাতে স্মার্টফোনের জনপ্রিয়তার বাজারে তেমন কোনো প্রভাব পড়বে না।
অচিরেই ৭ ইঞ্চি বিশিষ্ট ট্যাবলেট কমপিউটার বাজারে আসবে। গার্টনার সূত্র জানিয়েছে, ট্যাবলেট পিসির প্রভাবে সংশ্লিষ্ট অনেকগুলো পণ্যেই ক্ষতিগ্রস্থ হবে। কেননা নতুন প্রজন্মের চাহিদায় নোটবুকের জায়গাটি দখলে নেবে ট্যাবলেট পিসি।
বাংলাদেশ স্থানীয় সময় ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০