ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তারহীন চার্জে নকিয়া স্মার্টফোন

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১২
তারহীন চার্জে নকিয়া স্মার্টফোন

আবারও নিজেকে সময়ের উপযোগী করে মাঠে নামছে নকিয়া। সঙ্গী লুমিয়া সিরিজ।

স্মার্টফোনের এ আলোচিত সিরিজের লুমিয়া(৯২০) মডেল এরই মধ্যে স্মার্টফোনপ্রেমীদের দৃষ্টি কেড়েছে। নকিয়ার সিইও স্টিফেন ইলোপ এ তথ্য জানিয়েছেন।

তবে এবারে বাজিমাত করতে নকিয়ার সঙ্গী হয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ সফটওয়্যার প্ল্যাটফর্ম। সব ঠিক থাকলে আসছে নভেম্বরেই ইউরোপীয়ান দেশগুলোতে এ পণ্য আত্মপ্রকাশ করবে। পণ্যটির বিপণন এবং অপারেটর সূত্রগুলোও এমন তথ্যই দিয়েছে।

তবে আসন্ন লুমিয়া সিরিজের কোনো পণ্যের দাম নিয়েই নকিয়া কোনো তথ্য প্রকাশ করেনি। লুমিয়ার ৯২০ এবং ৮২০ মডেল দুটি এখন নকিয়ার বাজার ফিরিয়ে আনতে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে।

তবে সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ ফিচার হচ্ছে তারহীন চার্জ পদ্ধতি। অর্থাৎ পরবর্তী নকিয়া স্মার্টফোন সিরিজে চার্জ হবে তারহীন পদ্ধতিতে। এ ভোক্তাদের জন্য দারুণ সুবিধা বয়ে আনবে। একটি চার্জপ্যাডে নকিয়া স্মার্টফোন রাখলেই তা নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে চার্জ নিয়ে নেবে।

আসছে নভেম্বরে মধ্যভাগেই স্মার্টফোন দুটি আন্তর্জাতিক বাজারে পা রাখবে। স্মার্টফোনের এ যাত্রা মাইক্রোসফট সমৃদ্ধ করেছে নকিয়াকে লুমিয়া সিরিজকে। তবে স্মার্টফোনের বাজারে এ যুগল শক্তি কতটা কার্যকর তা ভোক্তারাই নির্ধারণ করবে। মাইক্রোসফটরে সিইও স্টিভ বলমার এমন আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সময় ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।