ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোন ৫ হাতে আসবে ২১ সেপ্টেম্বর

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
আইফোন ৫ হাতে আসবে ২১ সেপ্টেম্বর

প্রিঅর্ডারে বিশ্বপ্রযুক্তির বাজার কাঁপাতে এসেছে আইফোন-৫। তবে ১২ সেপ্টেম্বর থেকে প্রিঅর্ডারে আইফোন-৫ বিক্রির ঘোষণা এসেছে।

এবারে তাই আইফোন-৫ প্রাপ্তী নিয়ে অ্যাপল ভক্তরা ডুবেছেন নতুন ভাবনায়।

ভক্তদের অপেক্ষায় পালা শেষ। এবারে তাই প্রাপ্তীযোগ। এ অপেক্ষা আইফোন-৫ নিয়ে। এরই মধ্যে অনেকবার আসি বলেও মুঠোয় আসেনি এ খুদে জাদুযন্ত্র। হয়ত মন্ত্রের অপেক্ষাতেই এ যন্ত্রের জন্য ভোক্তাদের তন্ত্রের অপেক্ষায় রাখা। এমনটি জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা।

এ সেপ্টেম্বরের শেষভাগে আইফোন-৫ বিপণনের সম্ভাবনা জাগিয়েছে অ্যাপল। উৎপাদন ব্যবস্থায় গতি আর দিনরাত পণ্য তৈরিতে তাই চীনের সাংহাই এখন দিবারাত্রি কর্মচঞ্চল। এ ব্যস্ততা কোটি কোটি আইফোন-৫ এর খুচরা পণ্যের ডেলিভারির জন্য।

আইফোন-৫ মডেলের সঙ্গী হয়ে বিশ্বপ্রযুক্তিতে ‘ন্যানো-সিম’ এর আর্বিভাব হচ্ছে। এ ছাড়াও আছে ১৯ পিনের পাওয়ার এবং কেন্দ্রীয় সংযোগ ব্যবস্থা (কানেক্টর)। এর আগে ২০০৩ সালে থার্ড জেনারেশন আইপডে ৩০ পিনের আধুনিক প্রযুক্তির আর্বিভাব হয়।

এদিকে আইফোন-৫ মডেলে থাকছে ফোরথ জেনারেশন (ফোরজি) ব্রডব্যান্ড ব্যবহারের সুবিধা। শুরুতে এ নেটওয়ার্ক শুধু যুক্তরাষ্ট্রেই ব্যবহারযোগ্যতা পাবে। তবে ইউরোপ ছাড়াও আরও বেশ কটি দেশে দ্রুতই এ নেটওয়ার্ক বিস্তৃত হবে।

অ্যাপলই হবে বিশ্বের প্রথম ‘ন্যানো সিমকার্ড’ উদ্ভাবিত প্রতিষ্ঠান। এরই মধ্যে অ্যাপল, নকিয়া এবং ব্ল্যাকবেরি নির্মাতা রিম চিপকার্ড ব্যবহারযোগ্য করে সেট তৈরি করেছে। তবে এখনও এসব সেট ভোক্তাদের নাগালে আসেনি।

ন্যানো-সিম প্রযুক্তির কারণে স্মার্টফোনের অবয়ব ৪০ ভাগ ছোট হয়ে এসেছে। এরই মধ্যে মাইক্রো সিমযুক্ত স্মার্টফোন বাজারে এসেছে। এ তালিকায় আইফোন ৪এস, স্যামাসাং গ্যালাক্সি এস৩ এবং নকিয়া লুমিয়া মডেল অন্যতম। গত ১২ মাসে এ মডেলগুলো বিশ্বপ্রযুক্তির বাজার দাপিয়ে বেড়িয়েছে।

এবারের আইফোন-৫ মডেলে থাকছে দুটি প্রাথমিক সংস্করণ। একটি থ্রিজি। অন্যটি থ্রিজিএস। ভবিষ্যতের স্মার্টফোন বিশ্বের চেহারাই পুরোপুরি বদলে দিতে এসেছে আইফোন-৫। এমনই তথ্য দিচ্ছে বিশ্বের কয়েকটি নির্ভরযোগ্য তথ্যমাধ্যম।

এ বছরের তৃতীয় ত্রৈমাসিকে একটি চালান প্রস্তুত করতেই পেগাট্রোন এখন অবিরাম কাজ করছে। সব ঠিক থাকলে আসছে ২১ সেপ্টেম্বর শুক্রবারেই অ্যাপল কোনো বিপণন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আইফোন-৫ মডেলকে অবমুক্ত করবে। আর অ্যাপলের ইতিহাসে এটি হবে সবচেয়ে সম্ভাবনাময় যাত্রা। স্টিভ শূন্য আইফোন-৫ দৌড়ে কতটা সফল  তাও সময়ের হাতেই ছাড়তে হচ্ছে।

এদিকে তাইওয়ানের ইলেকট্রনিক সংবাদমাধ্যম ডিজিটাইমস জানিয়েছে, আইফোন-৫ প্রস্তুত প্রক্রিয়া সুসম্পন্ন করতে চীনের সাংহাইয়ে অবস্থিত অ্যাপল পণ্যনির্মাতা পেগাট্রোন এখন দারুণ কর্মব্যস্ত। কাজ চলছে দিনরাত। এ প্রতিষ্ঠানটি তৃতীয় প্রজন্মের আইপ্যাড তৈরিতেও কাজ করছে।

বাংলাদেশ সময় ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।