ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সবচেয়ে চিকন গড়নের আইপড টাচ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
সবচেয়ে চিকন গড়নের আইপড টাচ

ফিফথ জেনারেশনের রেটিনা প্রযুক্তির ৪ ইঞ্চি পর্দার নতুন আইপড টাচ। বাজারে থাকা অন্য আইপডের থেকে এটি চিকন।

অবয়বে মাত্র ৬.১ মিলিমিটার। জনপ্রিয় পিএমপির এ আধুনিক সংস্করণটি নিয়ন্ত্রিত হবে অ্যাপলের নতুন আইওএস৬ সংস্করণে। আগামী ১৯ সেপ্টেম্বর পণ্যটি বাজারে আসছে। এমন তথ্য দিয়েছে সংবাদমাধ্যমগুলো।

এ লক্ষ্যে আইপড নির্মাতা ভক্ত ও ব্যবহারকারীদের প্রতিশ্রুতি দিয়ে বলছে আসন্ন পণ্যটি হবে বৈশিষ্ট্যগুণে অনন্য। নতুন কিছু বৈশিষ্ট্যও থাকছে। ব্যবহারকারীরা এখানে পাবে পরিপূর্ণ অভিজ্ঞতা। নতুন আইপডের প্রবেশকে অনেকটা আইফোনের উম্মাদনার সঙ্গে তুলনা করছে অ্যাপল।

তথ্যমতে, মূল ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং সামনে আছে ফেস টাইম ক্যামেরা। ৪ ইঞ্চি পর্দায় পিক্সেলের সংখ্যা ১১৩৬ বাই ৬৪০। অবাধে ব্যবহারে পর্দায় কোনো দাগ, আচড় পড়ার ভাবনা নেই। কেননা এতে আছে ‘ওলিওফোবিক কোটিং’ যা হাতের আঙ্গুলির ছাপ প্রতিরোধী।

বিনোদনপ্রেমীরা মুভি দেখে পরিপূর্ণ আনন্দ পাবে। এর হার্ডওয়্যার ফিচারে আছে ডুয়্যাল কোর সিপিইউ এবং ডুয়্যাল কোর জিপিইউ। ফলে কার্যক্ষমতাও উন্নত। অ্যাপলের দাবি, অন্যগুলোর তুলনায় এর কার্যক্ষমতা ২ গুণ বেশি। এ ছাড়া গ্রাফিকস কার্য ক্ষমতা ৭ গুণ বেশি। ফলে গেমিংয়ের জন্য এটি যথাপোযোগী।

অ্যাপল আশাবাদী নতুন আইপড অবশ্যই সেরা একটি পণ্য হবে। এতে যুক্ত পর্যাপ্ত আধুনিক বৈশিষ্ট্যগুলো উপভোগে বেশি শক্তির প্রয়োজন। তাই উন্নতমানের দীর্ঘস্থায়ী ব্যাটারি নির্ধারণ করা হয়েছে। এটি নিরবিচ্ছিন্নভাবে ৪০ ঘণ্টা ব্যবহারযোগ্য।

পণ্যটিতে এ প্রথম যুক্ত ফিচার অটোফোকাস এবং এলইএফ ফ্ল্যাসযুক্ত ৫ মেগাপিক্সেলের আইসাইট ক্যামেরা। ক্যামেরা সেন্সর রেকর্ডিং ক্ষমতা ১০৮০পিক্সেল। আছে ব্যাক সাইড ইল্যুমিনেশনের (বিএসআই) মাধ্যমে হালকা আলোর ভাল মানের ছবিধারণ করা যাবে।

এ ছাড়াও আছে বিস্তৃত দৃশ্যপট ধারণের বৈশিষ্ট্য। ফ্রন্ট ফেসিং ক্যামেরা মুখচ্ছবি শনাক্ত করতে পারবে। আছে ব্লুটুথ এবং ওয়াইফাই। প্রথম যুক্ত ফিচারে আরও আছে ‘এয়ারপ্লে মিরোরিং’ মূলত ব্যবহারকারীরা যাতে তারহীন পদ্ধতিতে বৃহৎ পর্দায় অবাধে ভিডিও দেখার সুবিধা পায়। লাইটিং কানেক্টর এটিও তুলনামূলক ছোট। পণ্যটি সিরি সফটওয়্যার সমর্থন করবে।

অ্যাপল জানিয়েছে, এ পর্যন্ত প্রকাশিত আইপডের মধ্যে এবারই সবচেয়ে চিকন আইপড আসছে। যা অনেকটা ন্যানোর মত। ওজন ৮৮ গ্রাম। রঙ পছন্দেরও সুযোগ পাবে ব্যবহারকারীরা। এ প্রথম একসঙ্গে ৫টি রঙের আইপড টাচ আনছে অ্যাপল।

এগুলো হচ্ছে স্ল্যাট, সিলভার, ব্লু, ইয়োলো এবং পিঙ্ক। এ ছাড়া শখের পণ্যটি হারানোর ভয় থাকছে না। কারণ রিস্ট স্ট্র্যাপ সুবিধাও আছে নতুন এ আইপডে। একে ‘লুপ’ বলা হচ্ছে। এর দৈর্ঘ ৪.৮৬ ইঞ্চি চওড়া ২.৩১ ইঞ্চি।

প্রসঙ্গত, আইপড টাচের ৩২ জিবি ৩০০ এবং ৬৪ জিবির সম্ভাব্য দাম ৪০০ ডলার। আগের অর্থাৎ ফোরথ জেনারেশনের ১৬ জিবি ২০০ এবং ৩২ জিবির সম্ভাব্য দাম ২৫০ ডলার।

বাংলাদেশ সময় ১৬৩০ ঘন্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।