ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উন্ম‍াদনা ছড়াচ্ছে আইফোন ৫!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২
উন্ম‍াদনা ছড়াচ্ছে আইফোন ৫!

অ্যাপল মানেই উত্তেজনা। সঙ্গে উন্ম‍াদনা শব্দটি যোগ করলেও ভুল হবে না।

আবারও এর বাস্তব প্রমাণ মিলল নিউ ইয়র্ক সিটিতে। এরই মধ্যে নিউ ইয়র্কে অ্যাপলের ফিফথ এভিনিউ সেন্টারে জনসমাগম হতে শুরু করেছে। উদ্দেশ্য আইফোন ৫ এর প্রথম দিকের গর্বিত মালিক হওয়ার প্রতিযোগিতা।

প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর বাণিজ্যিকভাবে আইফোন ৫ বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও জনসমাগম শুরু হয়েছে এখনই। যদিও পাক্কা তিন দিন এখনো বাকি। তারপরও আইফোন ৫ পেতে মরিয়া হয়ে উঠেছেন নবীন-প্রবীণ সবাই।

নারীরাও এ প্রতিযোগিতায় পিছিয়ে নেই কোনো অংশে। আইফোন ৫ পেতে লাইনে দাঁড়িয়েছেন তারাও। বিশ্বের অনেক সিইও এখনো বুঝতে পারেন না স্টিভের জাদুবিদ্যার এ বিপণন কৌশল। স্টিভ নেই, তবুও স্টিভের বিপণন জাদুবিদ্যা কাজ করছে ঠিকই।

এবারে নিউ ইয়র্ক সিটির ফিফথ এভিনিউ সেন্টারের সামনের সারিতে একদম প্রথমে দাঁড়িয়েছেন হাজেম সাইয়েদ। এর ঠিক পরেই আছে জেসিকা মেলো। আগামী কদিন দিনরাত এ লাইনে অবস্থান করবেন এমন প্রস্তুতি নিয়ে এসেছেন এ দুজন।

তবে গতবার অর্থাৎ অ্যাপল ৪এস আনুষ্ঠানিক লাইনে এ দুজনই ছিলেন ভিন্নভাবে। হাজেম ৪এস সংগ্রহ করার জন্য ৯০০ ডলারের বিনিময়ে তারই অফিসের অপেক্ষাকৃত তরুণ সহকর্মীকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু এবারে তিনি এসেছেন নিজেই উদ্দেশ্যও আছে। এবারে আইফোন ৫ এর আপডেট অ্যাপের মাধ্যমে নিজের তৈরি সফটওয়্যারের অ্যাপ বিপণন করবেন।

এদিকে জেসিকা হচ্ছেন পেশার একজন বডি পেইন্ট শিল্পী। অ্যাপল ভক্তদের এ নাছোড়বান্দা অবস্থান সত্যিই অবাক হওয়ার মতো। পণ্য নিয়ে উন্মাদনা থাকাটা স্বাভাবিক। তবে আইফোন আর আইপ্যাড হলে তা যেন সত্যিকারের উন্মাদনায় পরিণত হয়।

বাংলাদেশ সময় ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।