ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইরানে জিমেইল বন্ধ!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১২
ইরানে জিমেইল বন্ধ!

ইন্টারনেট ব্যবস্থাকে নিয়ন্ত্রিত এবং সরকারি সিদ্ধান্তে পরিচালনার উদ্দেশ্য ইরান সরকার দেশটিতে জিমেইল সেবা বন্ধ করেছে। এরই মধ্যে গুগল সার্চ পৃষ্ঠার মাধ্যমে দৃশ্যমান লিঙ্কগুলো ইরান থেকে আর দেখা যাচ্ছে না।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে ইরানে দারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর ফলে বাণিজ্যিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। আন্তর্জাতিক ব্যবসা অর্ডার এবং তা বিপণনে জিমেইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু হঠাৎ করেই এমন নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে দেশটির ব্যবসায়ীরা।

তবে কেউ কেউ ভাচুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে জিমেইল সুবিধা নিচ্ছেন। অ-ইসলামিক বার্তা এবং সার্চ কনটেন্টকে নিয়ন্ত্রণ করতেই এমন সিদ্বান্ত নিয়েছে দেশটির সরকার। তবে ব্যাপক সমালোচনার মুখে নিয়ন্ত্রিত এবং সীমাবদ্ধ আকারে জিমেইল সেবা চালুর বিষয়টি সক্রিয় বিবেচনাধীন আছে।

বাংলাদেশ সময় ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।