ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে চালু হচ্ছে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০
ভারতে চালু হচ্ছে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতে বহুল আলোচিত মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা বাস্তবায়িত হতে যাচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে ভারতে মোবাইল নম্বর পোর্টেবলিটি সেবা চালু হতে যাচ্ছে।

ভারতের হরিয়ানায় এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে।

হরিয়ানায় প্রাথমিকভাবে মোবাইল নম্বর পোর্টেবিলিটি চালু করা হবে। এরপর অন্য সব পর্যায়ে এ সেবা ক্রমে প্রসারিত করা হবে।

ভারতের টেলিযোগাযোগমন্ত্রী এ. রাজা এ সেবার অগ্রগতি সর্ম্পকে ভারতের সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এছাড়াও পোর্টেবিলিটি সেবা অবমুক্তের পরই মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান থ্রিজি সেবা উন্মোচনের ঘোষণা দিয়েছে।

টেলিযোগাযোগমন্ত্রী এ. রাজা জানান, আগামী ১ নভেম্বর থেকে এমএনপি এর কার্যক্রম আংশিক পর্যায়ে চালু করা হবে।

উল্লেখ্য, মোবাইল নম্বর পোর্টেবলিটির প্রধান সুবিধা হচ্ছে মোবাইল ফোন ব্যবহারকারীদের নির্দিষ্ট ১০ ডিজিটের সংখ্যা অব্যাহত থাকবে। ব্যবহারকারীরা ইচ্ছামতো যে কোনো মোবাইল অপারেটরের সেবা উপভোগ করতে পারবেন। যেমন এয়ারটেলের গ্রাহকরা পছন্দের নির্দিষ্ট নাম্বার সংরক্ষণে রাখতে পারবেন।

তবে এমএনপি সেবা উপভোগ করতে আবেদন করতে হবে। চাইলে অন্য সব সেলুলার ফোনেও এ সেবা গ্রহণযোগ্য হবে। উল্লেখ্য, মোবাইল নম্বর পোর্টেবল সেবার মৌলিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে লোকেশন, সার্ভিস এবং অপারেটর পোর্টেবলিটি।

এরই মধ্যে কোনো কোনো ব্যবহারকারী গ্রহণকরা মেইল পুনরায় তাদের ডকুমেন্ট কপি পাঠাতে শুরু করেছে। এ সেবার প্রতি গ্রাহকদের আকৃষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে মানউন্নত সেবা গ্রহণ এবং তুলনামূলক কম খরচ।

বাংলাদেশ স্থানীয় সময় ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।