ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ল্যাপটপ বাজারে বর্ষপূর্তি উৎসব

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১২
ল্যাপটপ বাজারে বর্ষপূর্তি উৎসব

বিসিএস ল্যাপটপ বাজারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বর্ষপূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচি চলবে ২০ অক্টোবর পর্যন্ত।



এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে উৎসব চলাকালে বিসিএস ল্যাপটপ বাজারের যেকোনো শোরুম থেকে ন্যূনতম পাঁচশত টাকার পণ্য কিনলেই সম্মানিত ক্রেতাদের আকর্ষণীয় উপহার দেওয়া হবে।

এ ছাড়াও কম্পিউটার এবং আইসিটি বিষয়ে প্রচারণা এবং গণসচেতনতা বেগবান করতে ‘বিসিএস ল্যাপটপ বাজার’ নামে নিউজলেটার প্রকাশ করা হয়েছে। নিউজলেটারটি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এ অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, মহাসচিব, ইস্টার্ন প্ল্যাস দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৮২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।