ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ট্যাব বিক্রির শীর্ষে গুগল

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২
ট্যাব বিক্রির শীর্ষে গুগল

গুগল সব সময়ই এগিয়ে। ট্যাবলেট শিল্পে আবারো তা প্রমাণ করল গুগল।

এরই মধ্যে নেক্সাস(৭) ট্যাবলেট দিয়ে সর্বোচ্চ বিক্রির রেকর্ড করেছে গুগল। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

অ্যানড্রইড অপারেটিং ঘরানার ট্যাবলেট নেক্সাস(৭) গত ২৭ জুলাই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করে। দামে ১৫৯ পাউন্ড হওয়ার দ্রুত বাজার ধর ফেলে গুগল।

ব্রিটেনের সবচেয়ে বড় রিটেইল মোবাইল পণ্য বিক্রেতা কারফোন ওয়্যারহাউস এ আদলের ব্যাপক ট্যাবের ব্যাপক বাজার চাহিদার কথা আগেই জানিয়েছিল। ৭ ইঞ্চি পর্দার এ ট্যাবলেটে আছে অ্যানড্রইড (৪.১) জেলি বিন অপারেটিং সিস্টেম।

এদিকে অ্যামাজন ১৫৯ পাউন্ডের কিনডল ফায়ার এইচডি ট্যাবও বাজারে দারুণ সাড়া ফেলেছে। ট্যাবের এ বাজার প্রতিযোগিতার কারণে অপেক্ষাকৃত স্বল্পমূল্যে ট্যাবলেট এখন ভোক্তাদের ক্রয় ক্ষমতার নাগালে চলে এসেছে। এ বছরের শেষ ত্রৈমাসিকে নতুন কোনো সমীকরণ সামনে না এলে গুগলের নেক্সাসই দামের বিবেচনায় এগিয়ে থাকবে। এমনটাই বলছেন বাজার বিশ্লেষকেরা।

বাংলাদেশ সময় ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।