তথ্যপ্রযুক্তির বিশ্বে চলছে বৈরী হাওয়া। একে একে প্রযুক্তিভিত্তিক স্বনামখ্যাত প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আসছে রদবদল।
উল্লেখ্য, ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও হার্লে বাণিজ্যিক উদ্দেশ্যে তার সিইও পদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তবে সিইও এর পদ ছেড়ে দিলেও উপদেষ্টা হিসেবে তিনি আগের মতোই দায়িত্ব পালন করবেন।
ইউটিউবের নতুন সিইও হিসেবে যোগ দিচ্ছেন কামাঙ্গার। উল্লেখ্য, কামাঙ্গার গত দু বছর ধরে ইউটিউবের ডেইলি অপারেশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ইউটিউব এ মুহূর্তে গুগলের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উল্লেখ্য, ২০০৬ সালে গুগল তার সেবাভিত্তিক বাণিজ্যিক সম্প্রসারণের উদ্দেশ্যে ১.৬৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ইউটিউব কিনে নেয়।
উল্লেখ্য, ২০০৫ সালে চাদ হার্লে তার দুই সহপ্রতিষ্ঠাতা স্টিভ চেন এবং জাওয়াদ করিমকে নিয়ে ইউটিউব প্রতিষ্ঠা করেন। এরই মধ্যে হার্লের এ দু সহপ্রতিষ্ঠাতা ইউটিউবের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০