ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সনির লাইভ অনলাইন গেম

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১২
সনির লাইভ অনলাইন গেম

এবারে সনি অনলাইন এন্টারটেইনমেন্ট (এসওই) সরাসরি (লাইভ) ভিডিওগেম প্লের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এটি অনলাইন ব্রডকাস্ট মিডিয়ায় অন্যতম সংযোজন।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ ফিচারের মাধ্যমে মাল্টিপ্লেয়ার অনলাইন ফার্স্ট পারসন শূট্যার কমপিউটার গেম প্ল্যানেটসাইড(২) গেমটি প্রথমবার উপভোগ করা যাবে।

আগামী ২০ নভেম্বর এ গেমটি উত্তর আমেরিকা এবং ইউরোপে একযোগে অবমুক্ত করা হবে।

মহাকাশে সিম্যুলেশন ঘরানার অনলাইনে হাজারো গেমপ্রেমী একই সঙ্গে ভিন্ন ভিন্ন চরিত্রে এ গেমটির সরাসরি উন্মাদনা উপভোগ করতে পারবেন। এ সপ্তাহের মধ্যেই বেটা সংস্করণে এ গেমটি লাইভ গেমপ্লে ক্ষমতা পরীক্ষা করা হবে।

অনলাইনে এ ধরনের গেমিং ফিচার এটাই প্রথম। একই সঙ্গে হাজার হাজার গেমপ্রেমী এতে অংশগ্রহণ করতে পারবেন।

সনির অনলাইন এন্টারটেইনমেন্ট বিভাগের সভাপতি জন বলেন, সামাজিক সুরক্ষা কৌশল এবং প্রতিমুহূর্তের উন্মাদনার উপভোগে এটি একটি সফল উদ্যোগ হবে। এর ফলে এ সেবাভুক্ত বিশ্বের গেমপ্রেমী একে অন্যের সঙ্গে এ লাইভ গেমপ্লের উত্তেজনায় মেতে উঠার বাস্তবিক সুযোগ পাবেন। এমনকি গ্রুপ তৈরি করেও এ খেলার পুরো মজা নেওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।