ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইবুকে প্রধানমন্ত্রীর প্রকাশনা

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১২
ইবুকে প্রধানমন্ত্রীর প্রকাশনা

বাংলাদেশ হয়ে উঠছে ডিজিটালবান্ধব। গত কবছর ধরে এমন চর্চা আর বক্তব্য এসেছে প্রতিটি সভা আর সম্মেলনে।

এবারে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন’ নামের ইবুক সংস্করণ। এরই মধ্যে এর ডিজিটাল সংস্করণ ইবুকে পাওয়া যাচ্ছে।   সূত্র এ তথ্য দিয়েছে।

এই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রীর দর্শনে প্রকাশিত গ্রন্থ ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন‘ এর ইবুক সংস্করণ অবমুক্ত করেন প্রধানমন্ত্রী নিজেই।

এ মাধ্যমে দেশের প্রকাশনা শিল্পে নতুন মাত্রা এল। স্টারহোস্ট আইটি গ্রন্থটির ডিজিটাল সংস্করণের প্রকাশক। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী যুব লিগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এ ইবুক অবমুক্ত করা হয়।

প্রসঙ্গত, এ গ্রন্থের প্রকাশক যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরি। এখন ইবুকটি গুগল অ্যানড্রইড মার্কেটপ্লেস ‘গুগল প্লেতে‘ পাওয়া যাচ্ছে। বিশ্বের যেকোনো দেশ থেকে প্রবাসীরা ইবুকটি নিজের ঘরে বসে খুব সহজে ক্রেডিট কার্ড দিয়ে কিনে তাৎক্ষণিক পড়তে পারবেন।

প্রচলিত যেকোনো অ্যানড্রইড মোবাইল ফোন বা অ্যানড্রইড ট্যাবে ইবুকটি পড়া যাবে। এ বিষয়ে স্টারহোস্ট আইটির প্রধান নির্বাহী কাজী জাহিদ বলেন, প্রধানমন্ত্রীর হাতে ডিজিটাল গ্রন্থের মাধ্যমে দেশের প্রকাশনা শিল্পে আরও একধাপ এগিয়ে গেল।

গাছ থেকে উৎপাদিত কাগজে বই ছাপা থেকে আমরা কিছুটা মুক্ত হলাম। ফলে আমাদের প্রকৃতি আরও বেশি সবুজ থাকবে। দেশের প্রকাশনা শিল্পে ডিজিটাল প্রযুক্তির এ ধারা সফলতা প্রত্যাশা করছি। এ মুহূর্তে গুগল প্লেস্টোরে গিয়ে সার্চ অপশনে (Sheikh Hasina) লিখে সার্চ করলে ইবুকটি পাওয়া যাবে।

এ ছাড়াও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন ইবুকটির বিস্তারিত আগ্রহীরা (http://ebook.starhostbd.com) এ ঠিকানা বা (https://play.google.com/store/apps/details?id=com.starhost.philosophy.of.statesman.sheikh.hasina) এ লিঙ্কে ভিজিট করতে পারবেন।
 
আপাতত এ ইবুক পড়া যাবে অ্যানড্রইভ সমর্থিত যেকোনো স্মার্টফোন, ট্যাব এবং ডিজিটাল পণ্যেয়। তবে অচিরেই এ ইবুক আইফোন(৫) মডেলেও পড়া যাবে বলে জানানো হয়েছে। এটি উন্নয়নে এখন কাজ চলছে।

এ ইবুকের উন্নয়ক (ডেভেলপার) স্মারহোস্ট আইটির প্রধান নির্বাহী কাজী জাহিদ বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো ডিজিটাল উদ্যোগকে সব সময়ই উৎসাহ দিয়ে থাকেন। প্রধানমন্ত্রীর ইবুক প্রকাশের এ উদ্যোগে কাজ করতে পেরে স্টারহোস্ট গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।

প্রসঙ্গত, আপাতত গুগল অ্যানড্রইড প্লেস্টোর থেকে এ ইবুক পড়তে ৯.৯৮ ডলার সেবাব্যয় দিতে হবে। তবে একে পাঠকবান্ধব করতে এবং অ্যাপলের আইফোন(৫) মডেলের উপযোগী করা হলে এটা আরও পাঠকবান্ধব হবে।

বাংলাদেশ সময় ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।