ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল ওয়ার্ল্ডে ফ্রিল্যান্সারদের জরিপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
ডিজিটাল ওয়ার্ল্ডে ফ্রিল্যান্সারদের জরিপ

ওডেস্ক, ফ্রিল্যান্সার ডট কম, ইল্যান্সের মত জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অসংখ্য বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কাজ করছে। প্রতিনিয়তই মুক্ত এই পেশাজীবীর সংখ্যা বেড়ে চলেছে।

এসব ফ্রিল্যান্সারদের সম্পর্কে তথ্য লিপিবদ্ধ করতে এবারের ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’তে অনলাইন জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিজিটাল ওয়ার্ল্ডের জেষ্ঠ্য পরামর্শক মুনির হাসান জানান, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নির্দিষ্ট ও সঠিক কোনো পরিসংখ্যান নেই। তাই বাংলাদেশি ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে এ জরিপের ব্যবস্থা রাখা হয়েছে এবারের আসরে।
সংশ্লিষ্টদের মতে, এই জরিপের মাধ্যমে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের আর্থ-সামাজিক অবস্থা, কাজের দক্ষতা ও ক্ষেত্র, চ্যালেঞ্চসহ বিস্তারিত তথ্য উঠে আসবে।

আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ডিজিটাল ওয়ার্ল্ডে জরিপের ফলাফল প্রকাশ হবে। এতে অংশগ্রহণে ইচ্ছুকরা এই http://svy.mk/TkAgLG এ ঠিকানায় নিবন্ধন করতে পারবে। বিস্তারিত জানা যাবে www.digitalworld.org.bd  ঠিকানায়।

বাংলাদেশ সময় : ১১৩৫ ঘন্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।