৭ নভেম্বর বার্মায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। উল্লেখ্য, গত ২০ বছরে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত অক্টোবর থেকে স্বল্প পরিসরে এবং ক্রমান্বয়ে কমপিউটারে ভাইরাস আক্রমণ বাড়তে থাকে। কিন্তু গত কয়েক দিনে এ ভাইরাসের আক্রমণ বড় আকার ধারণ করেছে বলে নিরাপত্তা প্রতিষ্ঠান আর্বর নেটওয়ার্ক সূত্র জানিয়েছে।
সূত্র মতে, ২০ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে সামনে রেখে গত ২৫ অক্টোবর থেকে ক্রমেই কমপিউটারে ভাইরাসের আক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। বিশেষজ্ঞদের ভাষ্যমতে, বার্মার মিলিটারি কর্তৃপক্ষ এ কাজের সঙ্গে যুক্ত আছে।
এরই মধ্যে দেশটি নির্বাচনের তথ্য সংগ্রহ এবং এর পর্যবেক্ষণে আন্তর্জাতিক পরিদর্শক এবং সাংবাদিকদের উপস্থিতি নিষিদ্ধ করেছে। তাছাড়া নির্বাচনের ফলে মিলিটারিদের ক্ষমতা হারানোর লজ্জায় এমনটা করা হতে পারে বলেও বিশেষজ্ঞরা ধারণা করছেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪৫৫, নভেম্বর ৬, ২০১০