ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুক্রবারে দিনব্যাপী গ্রাফিকস কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১২
শুক্রবারে দিনব্যাপী গ্রাফিকস কর্মশালা

ফটোগ্রাফার, ওয়েব ডেভেলপার, আর্কিটেক্ট, অনলাইন মার্কেটিং এক্সপার্ট অথবা ফ্রিল্যান্সার এবং গ্রাফিকস ডিজাইনের ওপর দক্ষতা ক্যারিয়ারকে সফল করে তুলতে পারে।

এ ছাড়া সুন্দর প্রেজেন্টেশন তৈরির জন্য গ্রাফিক ডিজাইনে দখল থাকা জরুরি।

তাই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আয়োজন করেছে দিনব্যাপী গ্রাফিকস ডিজাইন কর্মশালা।

শুক্রবার ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে ওয়েব টেমপ্লেট, আইকন ডিজাইন, লোগো ডিজাইন, ক্লিপিং পাথ, ইমেজ রিটাচ বিষয়ে কারিগরি কৌশল শেখানো হবে।

এ তাছাড়াও কিভাবে ভাল ডিজাইনার হওয়া যায়, ডিজাইনারের গুণাবলী, ডিজাইন গ্রহণযোগ্যতা পায় কিভাবে এসব বিষয়ের ওপর ভিত্তি করে কালার-পিকচার ও টেক্সট  সমন্বয় করা যায় তা এ কর্মশালায় শেখানো হবে।

এতে অংশগ্রহণে নিবন্ধন চলছে। অনুসন্ধানে: ক্রিয়েটিভ আইটি, অর্কিড প্লাজা (৬ষ্ঠ তলা), হাউজ-২, রোড-২৮ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা। হ্যালো: ০১১৯ ৩০৯৪৫৪৫।

বাংলাদেশ সময় ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান/[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।