শিক্ষার্থীদের টুইটার ব্যবহারের প্রবণতা বাড়ছে। এ মুহূর্তে পড়ালেখার বিষয়ে টুইটারের মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করেন।
সূত্রে আরও জানা যায়, শিক্ষার্থীরা তাদের সেমিস্টার শুরু এবং শেষ হওয়ার সময় সবচেয়ে বেশি টুইটার ব্যবহার করে। সাধারণত অ্যাসাইনমেন্ট তৈরি, কাসের পড়া এবং তথ্য বিনিময়ে তারা এখন বেশিরভাগ সময়ে টুইটারের শরণাপন্ন হচ্ছেন।
ফলে তাদের পরীক্ষার ফলাফল আগের চেয়ে শতকরা ৫ ভাগ বেড়েছে বলে জরিপে প্রকাশ পেয়েছে। লক হ্যাভেন ইউনির্ভাসিটির ড. রেনল জুনকু জানান, যে শিক্ষার্থীরা টুইটার বা অন্যসব সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোকে পড়ালেখার কাজে ব্যবহার করছেন তাদের জন্য সামাজিক সাইট একটি গুরত্বপূর্ণ মাধ্যম। এ থেকে তারাও অনুপ্রাণীত হচ্ছেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১১৫৯, নভেম্বর ৭, ২০১০