ওয়েব ব্রাউজারের ভুবনে নতুন অতিথি হিসেবে আত্মপ্রকাশ করেছে রকমেল্ট। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ৮ নভেম্বর থেকে এ ব্রাউজার উন্মোচন করা হয়।
তবে অন্য সব ওয়েব ব্রাউজারের তুলনায় এর মূল্য পার্থক্য হচ্ছে এটি ব্যবহারে ব্যবহারকারীর অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ এ ব্রাউজারে প্রবেশ করতে অবশ্যই ফেসবুকের লগইন তথ্যের প্রয়োজন হবে।
টুইটার এবং ফেসবুক ব্যবহারকারীরা তাদের বন্ধুদের এ ব্রাউজারে যুক্ত করতে পারবেন। সামাজিক নেটওয়ার্কি সাইট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এ ব্রাউজার উন্মোচন করেছেন নেটস্কেপ ওয়েব ব্রাউজারের নির্মাতা মার্ক অ্যানড্রসেন। সূত্র জানিয়েছে, গুগলের ক্রোমিয়াম সফটওয়্যারের উপর ভিত্তি করে এ ব্রাউজার তৈরি করা হয়েছে বলে সূত্রে জানানো হয়।
এ মুহূর্তে ব্যবহারকারীরা www.rockmelt.com ওয়েবসাইট থেকে ব্রাউজারটি সরাসরি ডাউনলোড করে উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯৩৫, নভেম্বর ৮, ২০১০