ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সোশ্যাল মিডিয়ায় আগুনের খবর!

শেরিফ সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১২
সোশ্যাল মিডিয়ায় আগুনের খবর!

সোশ্যাল মিডিয়ার এ যুগে সবাই এখন অনলাইনের মাধ্যমে যোগাযোগ তৈরিতে সরব। একমাত্র অনলাইনের মাধ্যমেই যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ তৈরিতে সক্ষম করে।

লন্ডন ফায়ার ব্রিগেড সেবা নিশ্চিত করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় নিজেদের পেজ চালু করবেন বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে লন্ডন ফায়ার ব্রিগেডের ডেপুটি কমিশনার সংবাদমাধ্যমে বলেছেন, এখন কোটি কোটি মানুষ ফেসবুক ও টুইটারনির্ভর। তাই আমাদেরও সময় হয়েছে সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবার।

লন্ডন ব্রিগেড হলো যুক্তরাজ্যের বৃহৎ আগুন নির্বাপক সংস্থা। তাই মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ তৈরি হওয়া জরুরি। যেকোনো মুহূর্তে সেখানে পৌঁছে যাওয়াটা সহজ হবে।

এ সময়ে ইমার্জেন্সি সব সেবামূলক প্রতিষ্ঠানগুলো সোশ্যাল মিডিয়ায় নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে সচেষ্ট। লন্ডন ফায়ার ব্রিগেড থেকে আর বলা হয়, ১৯৩৫ সালে ‘৯৯৯’ নম্বরে ফোন দিয়ে ইমার্জেন্সি সেবা প্রদান করছে যুক্তরাজ্য। কিন্তু এখন যুগ পাল্টেছে। এ সময়ের আইসিটির সঙ্গে তাল মেলাতে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যুক্ত হওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময় ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।