ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হ্যাপি বার্থডে টু ফায়ারফক্স!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
হ্যাপি বার্থডে টু ফায়ারফক্স!

প্রতিষ্ঠার সপ্তম বছরে পা দিল জনপ্রিয় মুক্ত সফটওয়্যারভিত্তিক ওয়েব ব্রাউজার ফায়ারফক্স। উল্লেখ্য, গত ২০০৪ সালের ৯ নভেম্বর প্রথমবার ফায়ারফক্স উন্মোচিত হয়।

এ মুহূর্তে সাফল্যের ধারাবাহিকতায় ইন্টারনেট ব্রাউজারের বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ফায়ারফক্স। অবশ্য ইন্টারনেট এক্সপ্লোরার এখনও তার শীর্ষ স্থানটি ধরে রেখেছে।

জরিপভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাটকাউন্টার সূত্র মতে, এ মুহূর্তে বিশ্বের ব্রাউজার বাণিজ্যে শতকরা ৩১.৫ ভাগ মার্কেট শেয়ার ফায়ারফক্সের দখলে। এরই মধ্যে ফায়ারফক্সের নতুন সংস্করণ ফায়ারফক্স৪ উন্মোচনের আনুষ্ঠানিক দিনও নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এ বছরের শেষভাগে মূলত ফায়ারফক্স৪ উন্মোচনের কথা ছিল। কিন্তু কারিগরি পরীক্ষার কারণে তা কিছুদিন পিছিয়ে আগামী ২০১১ সালের প্রথম দিকে উন্মোচন করা হবে বলে প্রাতিষ্ঠানিক সূত্র জানিয়েছে।

নতুন সংস্করণে থাকছে এইচটিএমএল৫ সমর্থনযোগ্যতা, রিডিজাইন ইউজার ইন্টারফেস, মাল্টিটাচ ফাংশনালিটি, এইডি ভিডিও সেবা। আবার জেটপ্যাকের মাধ্যমে বিভিন্ন অ্যাড অনস যুক্ত করার সুবিধাসহ বেশকিছু নতুন বৈশিষ্ট্যও যুক্ত করা হবে। অচিরেই তা ব্যবহারকারীদের জন্য উন্মোচন করা হবে বলে ফায়ারফক্স সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৩২, নভেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।