ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৫০০ টাকায় তারহীন কিবোর্ড

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
১৫০০ টাকায় তারহীন কিবোর্ড

ইউনিফাইয়িং রিসিভারের তারহীন প্রযুক্তির কিবোর্ড এখন দেশের বাজারে। এতে আছে ৬টি ডিভাইস সংযোগের বাড়তি সুবিধা।

বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

লজিটেক ‘কে-২৩০’ মডেলের স্লিক ও কাস্টমাইজ ডিজাইনের কিবোর্ডে ব্যবহার করা হচ্ছে ২.৪ গিগাহার্টজ অ্যাডভান্স ওয়্যারলেস প্রযুক্তি। পিসি থেকে ১০ মিটার দূরে বসেও আঙুলের সঙ্গে মানানসই কি সমন্বিত লজিটেক কিবোর্ড দিয়ে সহজেই টাইপ করা সম্ভব।

তিন বছরের রিপ্লেসমেন্ট বিক্রয়োত্তর সেবাযুক্ত কিবোর্ডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাল্টি কানেক্টেবল ইউনিফাইয়িং রিসিভার। কেননা এ রিসিভার দিয়ে একসঙ্গে যুক্ত করা যায় ৬টি তারহীন পণ্য।

তাই আগে ব্যবহৃত কোনো ওয়্যারলেস পণ্যের ‘ডঙ্গল’ হারিয়ে যাওয়ায় অকেজো পড়ে থাকলে এ কিবোর্ড তাকে ব্যবহারযোগ্য করে তুলবে। এ জন্য পণ্যটি অবশ্যই ইউনিফায়িং প্রযুক্তির হতে হবে।

এ মুহূর্তে লজিটেক কে-২৩০ কিবোর্ডর দাম ১ হাজার ৫০০ টাকা। আগারগাওস্থ বিসিএস কমপিউটার সিটিতে এ পণ্য পাওয়া যাবে। এ ছাড়াও জেলা শহরের কমপিউটার বাজারেও এটি পাওয়া যাবে। হ্যালো: ০১৭৩০ ৩৩৪১৬৫।

বাংলাদেশ সময় ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।