ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারব্র্যান্ডে স্যামসাং একধাপ এগিয়ে

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৩
ইন্টারব্র্যান্ডে স্যামসাং একধাপ এগিয়ে

বিশ্বপ্রযুক্তিতে খ্যাতনামা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের তালিকায় অষ্টম স্থান অর্জন করেছে। এ মূল্যায়ন করেছে ইন্টারব্র্যান্ড ব্র্যান্ড ভ্যালুয়েশন (আইবিভি)।



আইবিভি এ তালিকাটি প্রকাশ করে গত ৩০ সেপ্টেম্বর। এ তালিকায় স্যামসাং তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হার ২০.৪ ভাগ অর্জন করেছে। এ মুহূর্তে স্যামসাংয়ের ব্র্যান্ডমূল্য ৩ হাজার ৯০৬ কোটি মার্কিন ডলার।

এ অবস্থান অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে আধিপত্য, টিভি ক্যাটাগরিতে ক্রমাগত অভিনবত্ব আনায়ন এবং ভিন্ন ঘরানার ডিজিটাল পণ্য খাতে কৌশলগত অবস্থান।

এ প্রসঙ্গে স্যামসাংয়ের সিইও সু শিম বলেন, এ মুহূর্তে গ্রাহকদের পছন্দের ব্র্যান্ড হিসেবে অগ্রযাত্রায় নতুন ব্র্যান্ড কৌশলের ‘ব্র্যান্ড আইডিয়াল’ মতো নানা ধরনের কাজ করছে স্যামসাং। শুধু ব্যবসা নয়, সামাজিক উন্নয়ন খাতে আরও গুরুত্ব বাড়াচ্ছে স্যামসাং। ২০১২ সালে নবম স্থান থেকে এগিয়ে স্যামসাং এবারে অষ্টম অবস্থানে উঠে এসেছে।

বাংলাদেশ সময় ২০৩২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।