ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নর্থ সাউথে এসিএম-আইসিপিসি বাছাই

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৩
নর্থ সাউথে এসিএম-আইসিপিসি বাছাই

এসিএম-আইসিপিসি-২০১৩ আসরের ঢাকা আঞ্চলিক বাছাই পর্বে নিবন্ধন শেষ হচ্ছে ৩১ অক্টোবর। নর্থ সাউথ ইউনিভার্সিটি আন্তর্জাতিক মর্যাদাপ্রাপ্ত এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) অনুষ্ঠিত হচ্ছে।



এবার নিয়ে বিশ্ববিদ্যালয়ে ১১ বারের মত প্রতিযোগিতাটির আঞ্চলিক বাছাই পর্বের আয়োজক। আঞ্চলিক বাছাই পর্বে বিজয়ী প্রতিযোগীরা আগামী ২২-২৬ জুন রাশিয়ার একাটেরিনবার্গে অবস্থিত ইউরাল ফেডারেল ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে অংশগ্রহন করতে পারবেন।

এসিএম-আইসিপিসি ঢাকা আঞ্চলিক সাইটটি আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার ১৩টি সাইটের মধ্যে অন্যতম। সারা বিশ্বের অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।

প্রসঙ্গত, ৪ সদস্য বিশিষ্ট প্রতিটি দলে থাকে একই বিশ্ববিদ্যালয়ের ৩ জন প্রোগ্রামার (অন্তত ২ জন স্নাতক শ্রেণির শিক্ষার্থী) এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

আগ্রহী দলগুলো ৩১ অক্টোবরের মধ্যে কোনো প্রকার নিবন্ধন ফি ছাড়াই অনলাইনে, (http://icpc.baylor.edu/) এ সাইটের মাধ্যমে প্রিলিমিনারি রাউন্ডের জন্য নিবন্ধন করার সুযোগ পাবেন।

নিবন্ধিত দলগুলোকে ১৬ নভেম্বর অনলাইন প্রিলিমিনারি রাউন্ডে অবশ্যই অংশগ্রহন করতে হবে। শুধু অনলাইন প্রিলিমিনারি রাউন্ড থেকে নির্বাচিত দলগুলো আগামী ২৯ -৩০ নভেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় আঞ্চলিক বাছাইয়ের চুড়ান্ত পর্বে অংশগ্রহন করতে পারবেন।

এ ছাড়াও (https://www.facebook.com/icpc.dhaka) এ সাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। অন্যদিকে ফ্রি এসএমএস আপডেট পেতে (www.smspeon.com) এ সাইটে নিবন্ধন করে এসিএম-আইসিপিসি আসরে নজর রাখতে হবে।

বাংলাদেশ সময় ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।