ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩ হাজারে ইউপিএস

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৩
৩ হাজারে ইউপিএস

দেশে বিদ্যুৎ বিভ্রাট এবং ভোল্টেজের ওঠানামার কারণে ডেস্কটপ পিসি নিয়ে ভোগান্তি অন্তহীন।

এ সমস্যার সমাধানে মাত্র দু ঘণ্টায় সম্পূর্ণ চার্জ নিতে সক্ষম ৬৫০ ভোল্টের লাইন ইন্টারঅ্যাকটিভ ইউপিএস দেশেই পাওয়া যাচ্ছে।

বিপণন সূত্র কম্পিউটার সোর্স এ তথ্য দিয়েছে।

সিঙ্গাপুরের প্রোলিংক ব্র্যান্ডের ‘প্রো-৭০০এসএফসি’ মডেলের এ ইউপিএসের ব্যাকআপ ক্ষমতা সর্বোচ্চ ২০ মিনিট। এতে বিল্টইন আছে এভিআর। আর সর্বোচ্চ ইনপুট ভোল্টেজ ২২০।

এ ২৫ শতাংশ ভোল্টেজ বাড়তে বা কমাতে পারে। এ ছাড়াও এর ব্যাটারি মুডে আউটপুট ভোল্টেজ ১০ শতাংশ কমতে বা বাড়তে পারে। এতে আছে ১২ ভোল্টের ৮.২ অ্যাম্পিয়ার ব্যাটারি।

ব্যবহারবন্ধব এ ইউপিএসে আছে এলইডি ডিসপ্লে। এর মাধ্যমে ব্যবহারকারী সহজেই ইউপিএসটি কতটুকু চার্জ নিয়েছে, ওভারলোড হচ্ছে কি না কিংবা ব্যাকআপ মুড বিষয়ে জানতে পারবেন।

এ মুহূর্তে প্র্রোলিংক ব্র্যান্ডের ‘প্রো-৭০০এসএফসি’ ইউপিএস’র দাম ৩ হাজার টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ পণ্য পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।