ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিদ্যুৎ ছাড়াই ইন্টারঅ্যাকটিভ বোর্ড

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
বিদ্যুৎ ছাড়াই ইন্টারঅ্যাকটিভ বোর্ড

সুপরিচিত হিটাচি ব্র্যান্ডের নতুন ইন্টারঅ্যাকটিভ বোর্ড এফএক্স-ট্রায়ও ৭৭ মডেল এখন দেশেই পাওয়া যাচ্ছে। বিপণন সূত্র ইউনিক বিজনেস সিস্টেমস এ তথ্য দিয়েছে।



ইন্টারঅ্যাকটিভ বোর্ডে একসঙ্গে ৩ জন কাজ করতে পারেন। এ বোর্ডটি মার্কার, কলম বা ডাস্টার ছাড়াই শুধু হাতের আঙ্গুলের স্পর্শেই কাজ করতে সক্ষম। এ বিশেষ ধরনের বোর্ড ব্যবহারে কোনো ধরনের বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয় না।

শুধু ইউএসবি ক্যাবলের মাধ্যমে কম্পিউটারের সংযোগ দিয়েই কাজ করা যায়। এতে আছে ইনফ্রারেড ইমেজ সেন্সর সিস্টেম। এ বিশেষ কাজের পরিধি ৭৭ ইঞ্চি।

এ ডিজিটাল বোর্ডটি সহজেই শ্রেণিকক্ষ এবং প্রশিক্ষণ কর্মশালায় ব্যবহার কর যায়। অর্থাৎ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়াশোনাকে আরও আকর্ষণীয় ও মনোযোগী করে তুলতে এ বোর্ডটি কার্যকর। এ বোর্ডে ১৬টি ফাংশন বাটন আছে। হ্যালো: ০১৭ ৫৫৫৭৯৭৭৬।

বাংলাদেশ সময় ২২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।