ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বর্ষসেরা পুরস্কারে ক্যাসপারস্কি

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
বর্ষসেরা পুরস্কারে ক্যাসপারস্কি

ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি কম্পিউটারে ব্যবহৃত সিকিউরিটি সফটওয়্যার হিসেবে আবারও বছরের সেরা পুরস্কার অর্জন করেছে।

সিকিউরিটি সফটওয়্যারের স্বাধীন পরীক্ষাগার এভি-কমপ্যারেটিভস নির্বাচিত ২০১৩ সালের পুরো বছরে ধারাবাহিকভাবে পরিচালিত পরীক্ষায় প্রাপ্ত সর্বোত্তম ফলাফলের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।

পরীক্ষায় ২২টি অংশগ্রহণকারী সিকিউরিটি সফটওয়্যার পণ্যের মধ্যে একমাত্র ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটিই সবগুলো পরীক্ষায় ‘টপ অ্যাডভান্সড প্লাস’ অর্জন করে।

ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটির এ অর্জন তার আগের বছরগুলোর সাফল্যেরই পুনরাবৃত্তি। এ ছাড়া ২০১১ এবং ২০১২ সালেও পরপর দুবছর এভি-কমপ্যারেটিভসের পরীক্ষায় ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি বর্ষসেরা সিকিউরিটি সফটওয়্যার হিসেবে নির্বাচিত হয়।

২০১৩ সালের জন্য এভি-কমপ্যারেটিভস পরিচালিত পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফলের রিপোর্ট (http://www.av-comparatives.org/wp-content/uploads/2014/01/avc_sum_201312_en.pdf) এ সাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।