ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দ্রুততম সময়ে সংবাদ পৌঁছে দেয় অনলাইন গণমাধ্যম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪
দ্রুততম সময়ে সংবাদ পৌঁছে দেয় অনলাইন গণমাধ্যম ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সংবাদের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষার দিন শেষ হয়েছে। অনলাইন গণমাধ্যমের কল্যাণে মুহূর্তের মধ্যেই বিভিন্ন সংবাদ এখন পাঠকের কাছে পৌঁছে যায়।

ফলে অনলাইন গণমাধ্যমই হয়ে উঠেছে মানুষের ভরসাস্থল।

শনিবার সকালে পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে আয়োজিত ‘অনলাইন গণমাধ্যম ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ মন্তব্য করেন।

অনলাইন গণমাধ্যম আরএনএসবিডিটোয়েন্টিফোর.কম’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে জার্নালিস্ট ফাউন্ডেশন অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাগজে ছাপার জন্য সংবাদের একটি নির্দিষ্ট সময়সীমা ছিল। রাত ৮টার পরে যত গুরুত্বপ‍ূর্ণ সংবাদই হোক তা ছাপা যেতো না। কিন্তু অনলাইন গণমাধ্যম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিন রাত ২৪ ঘণ্টাই সংবাদ পরিবেশনে সক্ষম। যার কারণে পাঠক যেকোনো সময়ের সংবাদ মুহূর্তেই পেয়ে যান।

প্রযুক্তির এ যুগে কাগজে ছাপা সংবাদের দিন শেষ হয়ে আসছে বলেও মন্তব্য করেন তারা।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভাষাসৈনিক ও পরমাণু বিজ্ঞানী ড. জসীম উদ্দীন আহম্মেদ। সভাপতিত্ব করেন আরএনএস’র ব্যবস্থাপনা সম্পাদক আহামাদুল বারী বাবুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিজবাহুর রহমান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন আরএনএস সম্পাদক এসএস জহিরুল ইসলাম। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সাংবাদিক প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।