ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাশিয়ায় মাইক্রোম্যাক্সের ‘ক্যানভাস নাইট এ৩৫০’

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
রাশিয়ায় মাইক্রোম্যাক্সের ‘ক্যানভাস নাইট এ৩৫০’

ভারতের শীর্ষস্থানীয় স্মার্টফোন, ট্যাবলেট এবং মোবাইল ফোন প্রস্ত্ততকারক প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স রাশিয়ায় ব্যবসা কার্যক্রম শুরুর পর নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের মোড়ক উন্মোচন করেছে। ‘ক্যানভাস নাইট এ৩৫০’ নামের হ্যান্ডসেটটি খুব শীঘ্রই দেশটির খুচরা বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোম্যাক্স সুত্র।

আধুনিক বৈশিষ্ট্যযুক্ত এ পণ্যের পর্দা্র আকার ৫ ইঞ্চি। আইপিএস প্রযুক্তির পর্দায় ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশেনে ব্যবহারকারীদের কাজের ফলাফল স্বচ্ছ আকর্ষনীয় পর্দায় উপস্থিত হবে। তবে ভারতীয় ব্র্যান্ডের নতুন এ পণ্য স্থানীয় বাজারে কবে আসছে এবং নির্ধারিত দাম কত তা এখনও অপ্রকাশিত।

বর্তমানে ক্যানভাস নাইটের বিদ্যমান ছবিগুলোর সঙ্গে চীনা স্মার্টফোন নির্মাতা জিওনি‘র ই৬’র খুবই মিল রয়েছে। জিওনি‘র এ স্মার্টফোন আইফোন ফাইভের অনুরুপ।

এদিকে রাশিয়ার বাজারে মাইক্রোম্যাক্স পণ্য এবং নাইট এ৩৫০’তে যুক্ত অক্টা প্রসেসরের নির্মাতা চীনা প্রতিষ্ঠান ‘মিডিয়াটেক’ এসব দিক বিবেচনা করে চীন, ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক স্থাপনের দিকটি স্পষ্ট বলে মনে করছে আলোচকরা।

উল্লেখ্য, ক্যানভাস নাইট এ৩৫০ ইন্ডিয়ান নির্মাতার প্রথম ১৬ এমপি ক্যামেরার ফোন। এ ফোনের পুরুত্ব ৭.৩ মিমি.। অ্যান্ড্রয়েডের জেলি বিনের ৪.২ সংস্করণে চলা এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে ২ জিবি র‌্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমোরি, ১৬ এমপি অটো ফোকাস ক্যামেরা, ৫ এমপি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, থ্রিজি সমর্থিত ডুয়্যাল সিম সুবিধা, ওয়াইফাই, ব্লুটুথ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।