ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৬ হাজারে টুইনমস স্মার্টফোন

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
১৬ হাজারে টুইনমস স্মার্টফোন

দেশের বাজারে প্রযক্তি ব্র্যান্ড টুইনমস ব্র্যান্ড নিয়ে থ্রিজি ঘরানার স্মার্টফোন। বিপণন সূত্র স্মার্ট টেকনোলজিস বিডি এ তথ্য দিয়েছে।



বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে কোয়ার্ড কোর ১.২ গিগাহার্টজ প্রসেসর, অ্যানড্রইড ৪.২ জেলিবিন অপারেটিং সিস্টেম, ডুয়্যাল ব্যাটারি, ৫ ইঞ্চি হাইডেফিনিশন ডিসপ্লে, ১ গিগাবাইট র‌্যাম, ৪ গিগাবাইট মেমোরি

এ ছাড়া বিনোদন সুবিধায় আছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, জি সেন্সর, ম্যাগনেটিক সেন্সর, মাইক্রো ইউএসবি পোর্ট, এফএম রেডিও, থ্রিজি ভিডিও কল সুবিধা, ভয়েস রেকর্ডার, ব্লুটুথ এবং ওয়াইফাই সংযোগ।

অবয়বে ৯.৮ মিলিমিটার স্লিম টুইনমসের এ মোবাইল ফোনের অন্যতম মৌলিক ফিচার হচ্ছে ডুয়্যাল ব্যাটারি সুবিধা। অর্থাৎ লিথিয়াম ব্যাটারির (১৭০০ অ্যাম্পিয়ার) চার্জ শেষ হয়ে গেলেও ভেতরের ইন্টারনাল লি-পলিমার (১১০০ অ্যাম্পিয়ার) ব্যাটারি দিয়ে প্রয়োজনীয় সব ধরনের কাজ করা সম্ভব।

এ মুহূর্তে স্মার্টফোনের দাম ১৭,৯০০ টাকা থেকে ১৬,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজধানীর আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ পণ্য পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২২১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।