ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত গ্যালাক্সি এস-৫ উন্মোচিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত গ্যালাক্সি এস-৫ উন্মোচিত

ঢাকা: মটোরোলা, এইচটিসি ও অ্যাপলের পর এবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে উন্মোচিত হলো স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন হ্যান্ডসেট গ্যালাক্সি এস-৫। পাশাপাশি হ্যান্ডসেটটিতে হার্ট রেট সেন্সরও সংযুক্ত করা হয়েছে।



বার্সেলোনায় চার দিনব্যাপী ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের প্রথমদিন সোমবার গ্যালক্সি এস-৫ উন্মোচিত করা হয়।

গ্যালাক্সি সিরিজের নতুন এ হ্যান্ডসেটটির পর্দা আগের গ্যালাক্সি হ্যান্ডসেটের পর্দার (৫ ইঞ্চি) চেয়ে খানিকটা বড় (৫.১ ইঞ্চি) বলে জানিয়েছে স্যামসাং। এছাড়া এস-৫ এর ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। যেখানে এস-৪ এর ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের।

এর আগে গ্যালাক্সি এস-৫ উন্মোচনের জন্য ২৪ ফেব্রুয়ারিকে সাম্ভাব্য তারিখ হিসেবে ঘোষণা করেছিলো স্যামসাং।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।