ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সরকার সফটওয়্যার টেকনোলিজ পার্ক স্থাপনে অঙ্গীকারবদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৪
সরকার সফটওয়্যার টেকনোলিজ পার্ক স্থাপনে অঙ্গীকারবদ্ধ

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি।

এ পার্ক বাস্তবায়নের মাধ্যমে সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আরও একধাপ এগিয়ে যাবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্ক পরিদর্শনকালে একথা জানান প্রতিমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, এ পার্ক স্থাপন সংক্রান্ত আদালতের স্থিতাবস্থা কাটিয়ে উঠতে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। তথ্য-প্রযুক্তির বিপ্লবের এ যুগে দেশের ভাবমূর্তি নির্মাণ, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে সফটওয়্যার টেকনোলজি পার্কের বিকল্প নেই।

এজন্য জনতা টাওয়ারের পাশাপাশি গাজীপুরের কালিয়াকৈর, যশোর, রাজশাহীসহ দেশের বিভাগীয় ও বিভিন্ন জেলা শহরে সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের কাজ চলছে বলে জানান তিনি।

মন্ত্রী পার্কে ই-সফটএরিনা ইন্টারন্যাশনাল লি., মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লি. ও স্কয়ার ইনফরমেটিকস লি. এর কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হাই-টেক পার্কের হোসনে আরা বেগম, বেসিসের সভাপতি শামীম আহসান, বেসিসের সহ-সভাপতি সৈয়দ আলতামাস কবির, বিআইজেএফ’র সভাপতি মোহাম্মদ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।