ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দিনাজপুরে গ্রামীণ ফোনের থ্রিজি সেবার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
দিনাজপুরে গ্রামীণ ফোনের থ্রিজি সেবার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে গ্রামীণ ফোনের থ্রিজি নেটওয়ার্ক সেবা কার্যক্রম।

রোববার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী কেক কেটে এবং বেলুন উড়িয়ে গ্রামীন ফোন থ্রিজি নেটওয়ার্ক সেবার উদ্বোধন করেন।



অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হামিদুল হক, দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, গ্রামীণ ফোনের বগুড়া অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার পার্থ প্রতিম ভট্টাচার্য্য, দিনাজপুর এরিয়া ম্যানেজার মোস্তফা আমীর প্রমুখ।
এর আগে দিনাজপুর শহরের নিমতলায় গ্রামীণ ফোন সেন্টার থেকে এক বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়।

বাদ্যবাজনা আর ঘোড়ার গাড়ি সহকারে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়াও এ উপলক্ষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।