ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘টেক ফিয়েস্তা’ প্রযুক্তি উৎসবে আসুস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪
‘টেক ফিয়েস্তা’ প্রযুক্তি উৎসবে আসুস

চলছে টেক ফিয়েস্তা প্রযুক্তি উৎসব। রাজধানীর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) দুই দিনব্যাপী আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড আসুস।

বাংলাদেশে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড এতে আমদানীকৃত আসুসের নানা পণ্য-সামগ্রী প্রদর্শন করেছে। এ ব্র্যান্ডের অত্যাধুনিক নোটবুক, ট্যাবলেট পিসি, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, মিডিয়া প্লেয়ার, নেটওয়ার্কিং পণ্যসহ নানা ধরনের প্রযুক্তিপণ্য পাওয়া যাচ্ছে আসুস প্যাভিলিয়নে। এছাড়া শিক্ষার্থী এবং আগত দর্শনার্থীরা আসুস পণ্য সম্পর্কে জানতে পারছে। প্যাজল গেম, ফেসবুক গেম উপভোগ সেইসাথে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহনকারীরা জিতে নিতে পারছে আকর্ষনীয় পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।