ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে নতুন লেনোভো আইডিয়াপ্যাড জি৪০০এস ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪
বাজারে নতুন লেনোভো আইডিয়াপ্যাড জি৪০০এস  ল্যাপটপ

বিশ্বখ্যাত লেনোভো ব্র্যান্ডের ‌আইডিয়াপ্যাড জি৪০০এস মডেলের ল্যাপটপ এখন দেশের বাজারে। অত্যাধুনিক এ ল্যাপটপটি এনেছে গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড বাংলাদেশ।



১৪.১ ইঞ্চি ডিসপ্লের এ ল্যাপটপের অন্যতম বৈশিষ্ট্যে-২.৬ গিগাহার্জ গতির তৃতীয় প্রজন্মের ইন্টেল কোর আই-৫ প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ১ টেরা বাইট হার্ডডিস্ক, ২জিবি ডেডিকেটেড ভিডিও মেমোরীর এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স,ডলবি হোম থিয়েটার ফিচারের এইচডি অডিও, বিল্ট-ইন স্পিকার, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম।

ডেটা আদান প্রদান এবং অন্য ডিভাইস সংযোগে রয়েছে ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, মেমোরী কার্ড রিডার, ব্লুটুথ, ৩টি ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্টসহ আরও সুবিধা ।

৫২ হাজার টাকায় পাওয়া যাচ্ছে আইডিয়াপ্যাড জি৪০০এস।

আরো জানতে-(০১৯৭৭৪৭৬৫০১, ৯১৮৩২৯১)।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।