ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হবিগঞ্জে ৩ দিনব্যাপী প্রযুক্তি মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৪
হবিগঞ্জে ৩ দিনব্যাপী প্রযুক্তি মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: ‘নব প্রযুক্তির উন্মেষ, উন্নত করবে দেশ’ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

সোমবার দুপুরে এ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফ্ফার আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বৃন্দাবন সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম ভূঁইয়া, বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা খাতুন, জে কে অ্যান্ড এইচ কে হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

মেলায় ১৫০টি প্রজেক্ট প্রদর্শন করছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।