ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এক টেরাবাইটের ডেল এন৩৪৩৭ ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৪
এক টেরাবাইটের ডেল এন৩৪৩৭ ল্যাপটপ

১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার ডেল ইনস্পায়রন এন৩৪৩৭ মডেলের ল্যাপটপ এনেছে প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। ১ টেরাবাইট তথ্য সংরক্ষণের সুবিধার এ ল্যাপটপ শিক্ষার্থী এবং হোম ইউজারদের জন্য বেশ উপযুক্ত।

এর অন্যতম বৈশিষ্ট্যে রয়েছে-চতুর্থ প্রজন্মের কোর আই-৫ প্রসেসর, ৪জিবি ডিডিআরথ্রি র‍্যাম, ইন্টেল এইচডি ৪৪০০ গ্রাফিক্স, ৮সিরিজের এক্সপ্রেস চিপসেট।

ছাই-কালো এবং রক্তিম-লাল বর্ণের আকর্ষনীয় ল্যাপটপটির ওজন দুই কেজির কম। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে এইচডিএমআই, আরজে-৪৫ এবং ‘২টি ইউএসবি-৩ ও একটি ইউএসবি-২ পোর্ট’, মাল্টিমিডিয়া কার্ড রিডার ও বিল্টইন ব্লুটুথ-৪ সহ রয়েছে বহনযোগ্য পিসির হালনাগাদ সকল সুবিধা।

১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ৫০ হাজার ৬০০ টাকায় পাওয়া যাবে পণ্যটি। এছাড়া থাকছে ফ্রি ক্যারিকেস।
বিস্তারিত জানতে “০১৭৩০৩৪১৫২৩”।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।