ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সুনামগঞ্জে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪
সুনামগঞ্জে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা’২০১৪ শুরু হয়েছে।

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে স্থানীয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুশতাক আহমদ।


সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) আহমেদ উল্লাহর সভাপতিত্বে উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- অধ্যাপক ড. মুশতাক আহমদ।

সহকারী কমিশনার শেখ জুবায়ের আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রফেসর দিলীপ মজুমদার, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে- সৈয়দ তাওসিফ মোনায়ার। আলোচনা সভা শেষে ছয় জন ডিজিটাল প্রযুক্তির উদ্যোক্তাকে পুরষ্কার প্রদান করা হয়েছে।

পুরষ্কার প্রাপ্তরা হচ্ছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যানদের মধ্যে তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, পুরুষ উদ্যোক্তাদের মধ্যে জামালগঞ্জের শাহিন আহমদ, নারী উদ্যোক্তাদের মধ্যে বিশ্বম্ভরপুরের আছমা আক্তার, ইউপি সচিবদের মধ্যে জগন্নাথপুর উপজেলার চিলাউরা-হলদিপুর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গফুর,  প্রোগ্রামারদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার তারিফুল ইসলাম চৌধুরী।   

মেলায় ১৪টি স্টল অংশ নিয়েছে। আগামী ১৩ই এপ্রিল (রোববার) পর্যন্ত মেলা চলবে।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।