ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে আসুসের নতুন ট্যাব ‘ফোনপ্যাড নোট ৭’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪
বাজারে আসুসের নতুন ট্যাব ‘ফোনপ্যাড নোট ৭’

গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড নিয়ে এলো বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের নতুন ট্যাবলেট ‘ফোনপ্যাড নোট ৭’। এমই১৭৫সিজি মডেলের এ ট্যাব পিসিতে ডুয়্যাল সিম, ফোন কল, থ্রিজি ইন্টারনেট ব্যবহার করা যাবে।

৭ ইঞ্চি পর্দা সম্বলিত ফোনপ্যাডে রয়েছে ১২৮০ বাই ৮০০ পিক্সেল রেজ্যুলেশনের মাল্টিটাচ আইপিএস প্যানেল।

অ্যান্ড্রয়েড ৪.৩ জেলিবিন অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবটির অন্যান্য বৈশিষ্ট্য-ইন্টেল ১.২ গিগাহার্জ ডুয়্যাল কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম, ৮ জিবি ডেটা স্টোরেজ, ফ্রন্ট-ব্যাক ডুয়্যাল ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, সনিকমাস্টার অডিও, মাইক্রোএসডি কার্ড রিডার, জিপিএস, মাইক্রো ইউএসবি ২.০ সহ রয়েছে আধুনিক সব সুবিধা। সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপে আছে লিথিয়াম পলিমার ব্যাটারি। ১৮ হাজার ৮’শ টাকায় পাওয়া যাচ্ছে ফোনপ্যাড ৭।

আরো জানতে : “০১৯৭৭৪৭৬৪২২”।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।