ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিজ্ঞানের অগ্রযাত্রায় সবরকমের সহযোগিতা দেবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
বিজ্ঞানের অগ্রযাত্রায় সবরকমের সহযোগিতা দেবে সরকার ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিজ্ঞানের অগ্রযাত্রার ক্ষেত্রে সরকার সবরকমের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সোনার বাংলা গড়তে দেশের বিজ্ঞানীদের গবেষণা ক্ষেত্রে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।



রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান একাডেমি আয়োজিত বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমি সাহিত্যের শিক্ষার্থী হলেও বিজ্ঞানের গুরুত্ব বুঝি। বিজ্ঞানের অগ্রগতিতে যত রকমের সহযোগিতা দরকার পড়বে, তার সব করবে সরকার। সোনার বাংলা গড়তে হলে বিজ্ঞানের ওপর আমাদের ব্যাপক গবেষণা করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাবো। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করবো।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত মেধাবী। সুযোগ করে দিলে তারা দেশের অগ্রযাত্রা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান

তিনি বলেন, বিজ্ঞানীদের অর্জিত জ্ঞান নবীনদের দিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী তোলার পাশাপাশি বিজ্ঞান শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি রাজনীতিকদের উদ্দেশে বলেন, রাজনীতিকদের নিজেদের পরিবর্তন করার সময় এসেছে। আমার মতে, বর্তমান রাজনীতিবিদদের আদর্শ মানিব্যাগ আর কবরস্থানে থাকে। এ অবস্থা থেকে বেরিয়ে দেশের জন্য কিছু করতে হবে।

বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের স্বর্ণপদক প্রাপ্তর‍া হলেন, ড. আনিসুল হক, মোবারক ‍আহমেদ খান, ড. মুহাম্মদ সুজাউদ্দিন, ড. লিয়াকত আলী, এ এ মামুন, মোহাম্মদ আবুল হাসনাত, ড. মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রফেসর মো. তোফাজ্জল ইসলাম, কাজী মো. বদরুদ্দোজা, প্রফেসর ড. একেএম সিদ্দিক, ড. মাসুদ হাসান, ড. শামসুন নাহার খান, মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, ড. আশিক মোসাদ্দেক, ড. ইশতিয়াক এম সাঈদ, ড. তানভীরা আফরোজ সুলতানা, ড. মনোয়ার সুলতানা, ড. এসএম আবদুর রাজ্জাক, ড. এবিএমএম খাদেমুল ইসলাম, ড. মো. রফিকুল ইসলাম, ড. শাফী মোহাম্মদ তারেক, ড. আবু সাদাত এম নোমান।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।