ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন প্রজেক্টর বেনকিউ ‘এমএস ৫০৪’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪
নতুন প্রজেক্টর বেনকিউ ‘এমএস ৫০৪’

দেশের বাজারেই পাওয়া যাচ্ছে বেনকিউ ব্র্যান্ডের এমএস ৫০৪ মডেলের ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর। স্থানীয় প্রযুক্তিপণ্যের পরিবেশক স্মার্ট টেকনোলজিস লিমিটেডের আনা এ পণ্যের বৈশিষ্ট্য-বিল্টইন স্পিকার, থ্রিডি রেডিও, ডিরেক্ট অন অফ, ফিল্টার ফ্রি ডিজাইন এবং কুইক কুলিং সুবিধা।

বিভিন্ন ডিভাইসে যুক্ত করতে আছে অডিও ইন/আউট মিনি জ্যাক, এস-ভিডিও (মিনি ডিন ৪ পিন), ভিডিও আউট (আরসিএ জ্যাক), ইউএসবি, কম্পিউটার (ডি সাব ১৫ পিন) ২ টি, মনিটর আউট (ডি-সাব ১৫ পিন) এবং আরএস ২৩২ (ডিবি ৯ পিন)। ৩ হাজার ল্যুমেন্স সমৃদ্ধ এ পণ্যের কনট্রাস্ট রেশিও ১৩০০০:১।
এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ বেনকিউ ‘এমএস ৫০৪’র দাম ৩৫ হাজার টাকা। বিস্তারিত জানতে: ০১৭৩০৩১৭৭৮৭।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।