ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় আবারো ল্যাপটপ মেলা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪
ঢাকায় আবারো ল্যাপটপ মেলা

‘সবার জন্য ল্যাপটপ’ স্লোগানকে সামনে রেখে আগামী ১৫ মে আবারো বসছে ল্যাপটপ মেলা। এক্সপো মেকার আয়োজিত তিনদিনের এ মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)।

দেশ ও বিদেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো সর্বশেষ ও আধুনিক ব্র্যান্ড ও মডেলের পণ্য নিয়ে অংশ নিচ্ছে মেলায়।

আয়োজক সুত্র মতে, এক্সপো মেকার বিগত ৭ বছর ধরে ল্যাপটপ মেলার আয়োজন করছে। দেশের তথ্যপ্রযুক্তি খাতে যা সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট হিসেবে পরিচিতি পেয়েছে। এছাড়া দেশের প্রযুক্তিপ্রেমীদের কাছে এটি কাঙ্খিত এক আয়োজন।

এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী এ প্রসঙ্গে জানান, “বিগত কয়েক বছরের প্রতিটি ল্যাপটপ মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ যেমন দেখা গেছে, তেমনি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহন ছিল প্রত্যাশাপূর্ণ। এবারের মেলায় নতুন প্রজন্মের চাহিদার দিকটি বিবেচনায় রেখে বিশেষ কিছু আয়োজন থাকছে। এ আসরে নতুন নতুন অনেক পণ্য প্রথমবার দেখার সুযোগ থাকবে।
এসব পণ্যের ব্যবহার সম্পর্কেও জানতে পারবেন প্রযুক্তিপ্রেমীরা।

এক্সপো মেকার আয়োজিত ১৪তম এ আসরে ৩৮টি স্টল ও ১৫টি প্যাভিলিয়নে দেশি-বিদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নেবে। দর্শনার্থীরা আধুনিক প্রযুক্তির সব ল্যাপটপ, নোটবুক, নেটবুক দেখতে পারবেন এবং ক্রেতাদের জন্য বরাবরের মতো থাকছে বিশেষ ছাড় ও উপহার। প্রদর্শনীর পাশাপাশি গেইমিং জোনে গেইমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মেলা প্রাঙ্গন উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।