ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ময়মনসিংহে বাংলালিংকের থ্রিজি সেবা চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪
ময়মনসিংহে বাংলালিংকের থ্রিজি সেবা চালু

ঢাকা: দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংক ময়মনসিংহে থ্রিজি সেবা চালু করেছে।

এ জন্য বুধবার স্থানীয় আমির ইন্টারন্যাশনাল হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



এ সংবাদ সম্মেলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করলো বাংলালিংক।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি নগর প্রদক্ষিণ করে যেখানে সর্বসাধারণের উপস্থিতি এবং প্রাণবন্ত অংশগ্রহণ সবার নজর কাড়ে।

র‌্যালিতে থ্রিজি ক্যারাভ্যান, ঘোড়ার গাড়ি, প্যাডেল ভ্যান এবং বহুল জনপ্রিয় বাংলালিংকের জিঙ্গেলের সুর সবার মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

গত বছরের অক্টোবরে বাংলালিংক বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করে।

যাত্রার শুরুর পর খুব অল্প সময়ের মধ্যেই রাজধানী ঢাকা, খুলনা, বন্দর নগরী চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সিলেটের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা পৌঁছে দেয়।

এদিকে, বুধবারের সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ পৌরসভা।

র‌্যালিতে বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিহাব আহমাদ, চিফ কমার্শিয়াল অফিসার এবং আসিফুজ্জামান, রিজিওনাল কমার্শিয়াল হেড, ময়মনসিংহ এবং বাংলালিংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

বাংলালিংক থেকে জানানো হয়, বাংলালিংকের বাণিজ্যিকভাবে চালু করা থ্রিজি সেবা ময়মনসিংহ শহরের জনগণকে প্রযুক্তির নতুন এক দিগন্তে নিয়ে যাবে। কারণ, বাংলালিংকের স্লোগানই হচ্ছে- ‘সবার জন্য বাংলালিংক থ্রিজি’, যা গ্রাহকদের উচ্চ গতিসম্পন্ন ডাটা কানেক্টিভিটির সুবিধা পাওয়ার ক্ষেত্রে দুর্দান্ত সুযোগ দেবে।

বাংলালিংকের থ্রিজি সেবা গ্রহণকারী একজন গ্রাহক ভিডিও কলও করতে পারবেন।

এদেশে বাংলালিংকই হলো প্রথম মোবাইল ফোন অপারেটর, যেটি তার গ্রাহকদের জন্য লোকাল রেডিও অ্যাপস, অডিও স্ট্রিমিং ও ভিডিও স্ট্রিমিং সার্ভিস এবং আরো কিছু প্রয়োজনীয় মোবাইল পোর্টালসহ থ্রিজি উপযোগী নানা কনটেন্ট সেবা নিয়ে এসেছে।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, বাংলালিংক সব সময়ই তার প্রতিশ্রুতির আলোকে বাংলাদেশের টেলিযোগাযোগ প্রযুক্তির নিত্যনতুন সেবা প্রবর্তনে অগ্রণী ভূমিকায় থাকে। সে অনুযায়ী, আরো উন্নতমানের সেবা দিতেই ময়মনসিংহে উদ্বোধন করা হলো থ্রিজি সেবা।

বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হলো বাংলালিংক; যাদের প্রায় দুই কোটি ৯০ লাখের মতো গ্রাহক রয়েছেন। প্রসঙ্গত, বাংলালিংক হচ্ছে, নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।   

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।