ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চরভদ্রাসনে ডিজিটাল মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
চরভদ্রাসনে ডিজিটাল মেলা শুরু

ফরিদপুর: ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা-২০১৪।

চরভদ্রাসন উপজেলা পরিষদ মুক্তাঙ্গনে বৃহস্পতিবার মেলার উদ্বোধন হয়।



উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য, প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিনা মাসুদ উজ্জামান, উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন।

এ মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার মোট ২২টি ষ্টল সাজানো হয়েছে। এতে স্থানীয়দের ইন্টারনেট সুবিধা গ্রহণ ও তথ্য প্রযুক্তি সম্পর্কে কারিগরী জ্ঞান বিস্তারের ব্যবস্থা রয়েছে।

এছাড়া প্রতিদিন সন্ধা ৭টা থেকে রাত ১০ পর্যন্ত  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।