ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যবহৃত পণ্য ঠিক করে দেবে অ্যাপল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪
ব্যবহৃত পণ্য ঠিক করে দেবে অ্যাপল

যেকোনো ধরনের নিজস্ব ব্র্যান্ডের পণ্য ব্যবহার-উপযুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। তাই সারা বিশ্বের যে সমস্ত ব্যবহারকারীদের সখের পণ্যটি অকেজো অবস্থায় রয়েছে সুযোগটি তাদের ভাল কাজ দেবে।

এমনকি প্রস্তাবটি একেবারে ফ্রি।

এছাড়া পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কমাতে টেক জায়ান্ট তাদের সমস্ত বিপণিকেন্দ্র, অফিস এবং ডেটা সেন্টারে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের কথাও জানিয়েছে। ‘বিশ্ব আর্থ ডে’ উদযাপনকালে অ্যাপল এ ঘোষণা দেয়। তাদের লক্ষ্য প্রাতিষ্ঠানিক অঙ্গনকে সবুজে রাপান্তরিত করা।

তাছাড়া আইফোন আইপ্যাড খ্যাত এ নির্মাতা পণ্য প্রস্ত্ততে সবচেয়ে ভাল পদ্ধতির উপর জোর দিচ্ছে। গ্রিন এনার্জির প্রসার ঘটাতে প্রযুক্তি-সম্ভারে তারা বিশেষ দৃষ্টি রাখছে। এমনকি প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে এনভায়রনমেন্ট বিভাগ খুলেছে অ্যাপল। যেখানে প্রতিষ্ঠানকে সবুজে রুপান্তরিত করতে তাদের কি পরিকল্পনা রয়েছে সে বিষয়ে বিস্তর তথ্য দেওয়া হয়েছে।  

উল্লেখ্য, ইতিমধ্যে অ্যাপল সমস্ত স্টোরে গিফট কার্ড দেওয়ার কাজ শেষ করেছে। যার মধ্যমে আইপড, আইফোন পাল্টে নেওয়া যাবে। আর যে কোনো ধরনের পণ্য স্টোরে ফেরত দিলে বিনামূল্যে সারিয়ে নেওয়া যাবে।

অ্যাপল ঘোষিত আরেকটি নতুন পরিকল্পনা হলো পণ্য-গঠনে সংঘর্ষপূর্ণ ধাতুর ব্যবহার বন্ধ করা। যেহেতু তারা নিজেরা পণ্য তৈরি করেনা। তাই চুক্তিবদ্ধ অনেক প্রস্ত্ততকারীদের সেইভাবে কাজ করার নির্দেশ দিয়েছে অ্যাপল।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।