ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘ক্যাচ দ্যা মোমেন্ট’ বিজয়ীদের পুরস্কার দিল সিম্ফনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
‘ক্যাচ দ্যা মোমেন্ট’ বিজয়ীদের পুরস্কার দিল সিম্ফনি

ঢাকা: সিম্ফনি-প্রথম আলো যৌথভাবে আয়োজিত ‘ক্যাচ দ্য মোমেন্ট’ ফটো কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়ে গেল রোববার।

বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো অডিটোরিয়ামের এ অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন ১৯ জন।



আইসিসি টি-২০ ওয়ার্ল্ড কাপের এ ফটো কনটেস্টে মোট ১৯ জন ডেইলি উইনার জিতে নেন সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ১২৮। আর ৩ জন গ্র্যান্ড উইনার জেতেন একটি সিম্ফনি এক্সপ্লোরার জেড থ্রি ও ২টি ট্যাব সিম্ফনি টি৮আই।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন এডিসন গ্রুপের সিম্ফনির হেড অব মার্কেটিং রফিক উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন- প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।

অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কন্টেস্টে অংশগ্রহণকারীরা ভার্সিটি, স্টেডিয়াম ও টি স্টলসহ বিভিন্ন স্থান থেকে ছবি তুলে নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করার পাশাপাশি ফেসবুকেও শেয়ার দেন। প্রতিদিন ফেসবুকে পাওয়া সর্বোচ্চ লাইক এবং ছবির বিষয়বস্তুর ভিত্তিতে দেওয়া হয় ডেইলি উইনার পুরস্কার। এ ছাড়া পুরো কনটেস্ট জুড়ে সর্বোচ্চ লাইক পাওয়া ৩টি ছবি জিতে নেয় গ্র্যান্ড উইনার পুরস্কার।

সিম্ফনি শুরু থেকেই এরকম নতুন ধরনের উদ্ভাবনী ক্যাম্পেইনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখে আসেছে। ভবিষ্যতেও এ ধরনের কনটেস্ট আরো অনেক বড় পরিসরে করার অঙ্গীকার ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।