ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাল্টিটাচ পিসিতে ‘বিল্ট-ইন টিভি কার্ড’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
মাল্টিটাচ পিসিতে ‘বিল্ট-ইন টিভি কার্ড’

আসুস ব্র্যান্ডের ইটি২২২১আইইউটিআই মডেলের মাল্টিটাচ স্ক্রিনের অল-ইন-ওয়ান পিসি এনেছে গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড। অত্যাধুনিক প্রযুক্তির নতুন এ পিসি’র বিশেষ সুবিধা বিল্ট-ইন্ট টিভি কার্ড।

ফলে ব্যবহারকারী কাজের পাশাপাশি বিনোদনও উপভোগ করতে পারবে। ২১.৫ ইঞ্চির এইচডি মাল্টিটাচ ডিসপ্লেযুক্ত পণ্যটির গড়ন হালকা পাতলা হওয়ায় বাসা কিংবা অফিসে সহজে ব্যবহারযোগ্য।

পণ্যটিতে থাকা বৈশিষ্ট্যগুলো-২.৯ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই৩ প্রসেসর, ৪ জিবি ৠাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, বিল্ট-ইন ইন্টেল এইচডি গ্রাফিক্স, এইচডি অডিও, ওয়েবক্যাম, বিল্ট-ইন স্পিকার, ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, মেমোরি কার্ড রিডার, ওয়্যারলেস কিবোর্ড ও মাউস ছাড়াও আরো কিছু।

দাম পড়বে ৬৯ হাজার টাকা। যোগাযোগে: “০১৭১৩২৫৭৯৪২”।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।