ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ই-কমার্সকে প্রসারের লক্ষ্যে ‘ইনপেইসবাজার ডট কম’র যাত্রা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, মে ২, ২০১৪
ই-কমার্সকে প্রসারের লক্ষ্যে ‘ইনপেইসবাজার ডট কম’র যাত্রা

অনলাইনে কেনাকাটার মাধ্যম ই-কমার্স, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে এখনও এর প্রত্যাশানুযায়ী অগ্রগতি আসেনি। দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সম্পূর্ণভাবে গ্রাহক-আস্থা না থাকায় তথ্যপ্রযুক্তির এ খাতটি পিছিয়ে পড়ছে।

এ সমস্যাসহ ই-কমার্সে বিদ্যমান যে প্রতিবন্ধকতা রয়েছে তা কাটিয়ে মাধ্যমটি জনপ্রিয় করতে দেশের ই-কমার্সে নতুন মাত্রা নিয়ে প্রবেশ করেছে ‘ইনপেইসবাজার ডট কম’।

মার্কেটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনপেইসের উদ্যোগে বুধবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘ইনপেইসবাজার ডট কম’ উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী  মো. কামরুল আহসান সাইটটি উদ্বোধন করেন।

এসময় তথ্যপ্রযুক্তি- ব্যক্তিত্ব মোস্তফা জব্বার, বিসিএসের সভাপতি আবু হানিফ মো. মাহফুজুল আরিফ সহ বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন।

কামরুল আহসান বক্তব্যে বলেন, ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে এবং দেশ-বিদেশের ক্রেতাদের ই-কমার্স সেবা দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ইনপেইসবাজার ডট কম দৃঢ় প্রতিজ্ঞ।

ক্রেতারা এ সাইটে তথ্যপ্রযুক্তি-পণ্য, ডিজিটাল লাইফস্টাইল, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, বুটিকসহ হরেক রকমের পণ্য খুঁজে পাবে সহজেই। এছাড়া ক্রেতা-চাহিদা অনুযায়ী নতুন নতুন পণ্যও যোগ করা হবে। তিনি আরও বলেন কেবল ব্যবসার উদ্দেশ্যেই নয় সামাজিক দায়বদ্ধতার স্থান থেকে ইনপেইসের এ উদ্যোগ। ই-কমার্সের প্রসারে ডিপার্টমেন্টাল স্টোরে চাপ, বাণিজ্যিক স্থানের ব্যবহার, যানজট কমবে ফলে ব্যাপকভাবে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয় এবং সময় বাঁচবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে ‘ইনপেইসবাজার ডট কম’র ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত বড় পর্দায় উপস্থাপন করা হয়। সাইটটি সব ধরনের প্লাটফর্মে ব্যবহারযোগ্য অর্থাৎ পিসি, ট্যাব, মোবাইলে যে কোনো ব্রাউজার সমর্থিত। এছাড়া যে কোনো সার্চ ইঞ্জিনে অনায়াসে এটি পাওয়া যায়।

মোস্তফা জব্বার বক্তব্যে সাইটটির প্রশংসা করে সফলতা কামনা করেন। বিশ্বখ্যাত ই-কমার্স সাইট অ্যামাজন ডট কমের কথা টেনে তিনি দেশিয় রকমারি ডট কমের অগ্রগতিতে সন্তুষ্ট প্রকাশ করেন। কিন্তু দেশে ই-কমার্সের যে নানা সমস্যা রয়েছে বিশেষকরে নিরাপত্তার দিকে জোর দিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করেন।

উল্লেখ্য, ইনপেইসবাজারের ফেইসবুক পেইজে facebook.com/inpacebazar বিভিন্ন পণ্য ও অফার সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, মে ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।